নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই অবস্থানের প্রেক্ষাপটে সম্প্রতি পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন ওঠে বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে, তবে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে।
তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ–এর এক প্রতিবেদনে পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানানো হয়েছে, বাংলাদেশ অংশ না নিলেও পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এমন কোনো অবস্থান পিসিবির নেই।
রেভস্পোর্টজকে দেয়া বক্তব্যে পিসিবির ওই সূত্র স্পষ্টভাবে বলেন, না, এটি পিসিবির অবস্থান নয়। টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো কোনো যুক্তিসংগত কারণ পাকিস্তানের নেই।
সূত্রটি আরও জানান, আইসিসি ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে যে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ফলে নিরাপত্তা বা ভেন্যু নিয়ে পাকিস্তানের সামনে কোনো অনিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, কিছু মানুষ ইস্যুটিকে উসকে দেয়ার জন্যই এসব কথা ছড়াচ্ছে।
এর আগে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি। তবে বোর্ড কর্মকর্তারা পরে জানিয়েছেন, এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে পরে দিকনির্দেশনা দেওয়া হবে এবং সম্ভাব্য পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান বাংলাদেশের অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির উদ্বেগকে পিসিবি ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য’
বলে উল্লেখ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলমান আইসিসি অচলাবস্থার মধ্যে কূটনৈতিক ও ক্রিকেটীয় সহায়তার জন্য বিসিবি ইতোমধ্যেই পিসিবির সঙ্গে যোগাযোগ করেছে।
সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে অনুরোধ জানায়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।
তবে আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দল ভারতীয় ভেন্যুগুলো পরিদর্শন করে জানিয়েছে, সেখানে ‘নগণ্য বা নেই বললেই চলে‘ এমন নিরাপত্তা ঝুঁকি পাওয়া গেছে।
সবকিছু মিলিয়ে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। বিসিবি এখনো তাদের অবস্থানে অনড় থাকলেও আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
অন্যদিকে, পাকিস্তান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ খেলুক বা না খেলুক, পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে না।