রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে একই নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সিনেমায় পরীর বিপরীতে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এটি নির্মাণ করছেন লিসা গাজী। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে।
‘শাস্তি’ নামের সিনেমাটির ঘোষণা দিতে আজ, ১৯ জানুয়ারি, রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে পরীমনি বলেন, ‘সবাই খেয়াল করছে ইদানীং আমি যে কাজগুলো করছি তার মধ্যে বেশিরভাগ সিনেমাতেই হিরো নাই। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, আমি হিরো ছাড়া কাজ কীভাবে করছি এবং কীভাবে শেষ করছি! আবার যখন হিরোদের সাথে কাজ করি তখন দেখা যায় সিনেমার প্রচারের সময় হিরোদেরও পাওয়া যায় না।’
পরীমনি মন্তব্য করেন, যদিও এসব আমার বলা উচিত না। আমি কাজ করতে এসে নানা ধরনের সমস্যা পড়েছি। সবাই এমনিতেই আমাকে একটু বেশি শত্রু ভাবে।’
শাস্তি সিনেমায় অভিনয় প্রসঙ্গে পরীমনি বলেন, ‘রবীন্দ্রনাথের গল্পের কোন চরিত্রে অভিনয় করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। আর যখন শুনলাম নারী প্রধান একটা গল্প আর ডিরেক্টরও একজন নারী, তখন রাজি হয়ে গেলাম।’
টানা ৯ দিন মালয়েশিয়ায় অবস্থান শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে তিনি মালয়েশিয়া সফর করেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছুটা সময় সন্তানদের নিয়ে দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে সময় কাটান এই অভিনেত্রী।