Image description

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনে এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার লিপসন মিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন তিনি। এ সময় উপজেলা ও পৌর জামায়াতের নেতারা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

ইঞ্জিনিয়ার লিপসন মিয়া জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক এবং মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদিসহ নেতাকর্মীরা।

জামায়াতে যোগদান লিপসন মিয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।