Image description

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে। প্রথম দিনেই তিনটি ম্যাচ খেলা হয়েছে, আর আজ মাঠে নামছে আরও ছয়টি দল। বাংলাদেশের যুবাদের মিশন শুরু হবে আগামীকাল ভারতের বিপক্ষে।

বাংলাদেশের সব ম্যাচই হবে জিম্বাবুয়ের মাটিতে। প্রথম ম্যাচে তারা বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ভারতের মুখোমুখি হবে। ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বড় জয় নিয়ে আসর শুরু করেছে।

ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শিরোপা জেতা দল। আগের ১৫ আসরের মধ্যে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে, সর্বশেষ ২০২২ সালে। অন্যদিকে বাংলাদেশ একবার শিরোপা জিতেছে, ২০২০ সালে ভারতকে হারিয়ে।

‘এ’ গ্রুপে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নিউজিল্যান্ডও রয়েছে। বাংলাদেশ আগামী ২০ জানুয়ারি নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বুলাওয়েতে হলেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে খেলা সরাসরি দেখা যাবে র‌্যাবিটহোলে। এছাড়া ভারতীয় স্পোর্টসভিত্তিক চ্যানেল স্টার স্পোর্টস খেলা সম্প্রচার করবে। মধ্যপ্রাচ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, প্যাসিফিক আইল্যান্ড, ক্যারিবীয়ান ও দক্ষিণ আমেরিকা, সাব-সাহারান আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তানেও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে খেলা দেখা যাবে।