শুরুটা দুর্দান্ত হয়েছিল রংপুর রাইডার্সের। তবে মাঝপথে এসে কিছুটা পথ হারায় ২০১৭ বিপিএলের চ্যাম্পিয়নরা। হ্যাটট্রিক জয়ের বিপরীতে সর্বশেষ টানা তিন ম্যাচে হেরেছে।
তাতে কিছুটা শঙ্কা জেগেছে রংপুরের শেষ চারে যাওয়া।
এমন সময়ে অধিনায়কত্বে বদল এনেছে তারা। নুরুল হাসান সোহানের পরিবর্তে লিটন দাসকে দায়িত্ব দিয়েছে। স্কোয়াডে বড় নাম থাকার পরেও দলের এমন অবস্থার ব্যাখ্যায় লিটন জানিয়েছেন, কাগজে-কলমে শুধু নামই থাকে, খেলাটা হয় মাঠে।
আজ অনুশীলন শেষে রংপুরের অধিনায়ক লিটন বলেন, ‘কারণ ক্রিকেটটা মাঠে হয়।
কাগজে-কলমে তো শুধু নামই হয়। অবশ্যই টিমে আপনি বড় নাম থাকতে পারে কিন্তু আপনি গিভেন ডেতে কতখানি সাকসেসফুল হচ্ছেন, আপনার ক্রিকেটে স্মার্ট কতখানি হতে পারতেছেন এটা ডিপেন্ড করে আপনার রেজাল্টের ওপর।’
শেষ চারে যেতে হলে একটি ম্যাচ জিতলেই হবে রংপুরের। আগামীকাল শনিবার সেই সুযোগটা পাচ্ছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে।
অন্যথা, লিগ পর্বের শেষ ম্যাচে জিতলেও হবে। লিটন বলেন, ‘যেটা বললাম আমরা দুইটা গেম এমন হয়েছে যে জিতা গেমগুলো হেরে গিয়েছি। সো ওইদিক দিয়েও যদি আমরা একটু ভাগ্যকে পাশে পেতাম বা আরেকটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম। তাহলে মনে হয় আজকে পয়েন্ট টেবিলে আমরাও এক দুইয়ের ভেতরে থাকতাম।’