সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশকে। এ ম্যাচে ফেভারিট ছিল ভারত। তবে শুরুতেই তাদের চমকে দিয়ে বাংলাদেশ খেলেছে লড়াকু ফুটবল। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা শেষ হয়েছে ৪-৪ ড্রয়ে।
ব্যাংককে বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে জিততে পারতো দু'দলই। প্রথমার্ধে বাংলাদেশ লিড নিয়েছিল দু'বার। তবে ভারতও দ্রুত ম্যাচ ফিরে আসে। প্রথম ভাগটা শেষ হয় ২-২ অমিমাংসীতভাবে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভারত দু'বার লিড নেয়। তবে শেষ মুহূর্তে অধিনায়ক রাহবার ওয়াহেদ খান গোল করে বাংলাদেশকে হারতে দেননি।
এটা দু'দলের জন্যই ছিল প্রথম ম্যাচ। রাউন্ড রবীন লিগ পদ্ধতির এই আসরে তাই প্রথম ম্যাচে হার এড়ানো বড় প্রাপ্তি। শুক্রবার বাংলাদেশকে বড় পরীক্ষা দিতে হবে মালদ্বীপের কাছে।