Image description

ইরানের সাম্প্রতিক পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে মোকাবিলার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে ফোনে কথা বলার সময় আঞ্চলিক উত্তেজনা নিরসনের জন্য আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, ফিদান উত্তেজনা রোধে আলোচনার গুরুত্বের উপর জোর দিয়েছেন।

ইরানের বিক্ষোভের উপর সামরিক হস্তক্ষেপের ট্রাম্পের হুমকির মধ্যে তুর্কি মার্কিন কর্মকর্তাদের সাথেও যোগাযোগ করছেন বলে জানা গেছে।

ফিদান এই সপ্তাহের শুরুতে একটি ইসরাইলি গোয়েন্দা সংস্থার নাম উল্লেখ করে বলেছিলেন ‘বিক্ষোভগুলি বিদেশ থেকে ইরানের প্রতিদ্বন্দ্বীরা দ্বারা পরিচালিত।’

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধেফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধে
তিনি উল্লেখ করেছেন, ‘মোসাদ এটি গোপনে নয় প্রকাশ্যেই করছে। তারা তাদের নিজস্ব ইন্টারনেট এবং টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানাচ্ছে।’