Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ছন্দে ঢুকেছে নোয়াখালী এক্সপ্রেস। আগের ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পাওয়া দলটি এবার ঢাকা ক্যাপিটালসকে ৪১ রানে পরাজিত করে জয়ের ধারা ধরে রাখল। ম্যাচে মূল আকর্ষণ ছিলেন বাবা–ছেলের জুটি—হাসান ইসাখিল ও মোহাম্মদ নবি।

প্রথমে ব্যাট করে নোয়াখালী তোলে ১৮৪ রান। ওপেনিংয়ে নেমে ঝড়ো শুরু এনে দেন হাসান ইসাখিল ও সৌম্য সরকার। ১০ ওভারেই দলীয় শতক পেরোয় তারা। সৌম্য হাফসেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৪৮ রানে আউট হলেও একপ্রান্তে আগ্রাসন ধরে রাখেন ইসাখিল। তিনি ৬০ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস খেলেন—যেখানে ছিল শক্ত নিয়ন্ত্রণ ও সময়োপযোগী আক্রমণ।

মাঝপথে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও ইসাখিলের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৩ রানের কার্যকর জুটি গড়েন তার বাবা মোহাম্মদ নবি। নবি ১৭ রান করে ফিরলেও জুটিটি ইনিংসকে স্থিতি দেয়। শেষ দিকে বড় ইনিংস না এলেও নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় প্রতিদ্বন্দ্বিতামূলক ১৮৪।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ঢাকা। ১৯ রানের মধ্যে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় তারা। চতুর্থ ওভারে জোড়া আঘাত হানেন ইহসানউল্লাহ। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও শামীম হোসেন পাটোয়ারি ৫৩ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন। শামীম ১৬ বলে ২৯ রানে ফিরলে আবার ছন্দ হারায় ঢাকা। মিঠুনও ৩৩ রান করে বিদায় নেন।

শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ২০ বলে ৩৪ রান করলেও ব্যবধান কমানো সম্ভব হয়নি। ঢাকার ইনিংস থামে ১৪৩ রানে। নোয়াখালীর বোলিংয়ে দুটি করে উইকেট নেন ইহসানউল্লাহ, মেহেদী হাসান রানা, হাসান মাহমুদ ও মোহাম্মদ নবি; একটি শিকার আবু জায়েদ রাহির।

সব মিলিয়ে বাবা–ছেলের পারফরম্যান্সে ভর করেই নোয়াখালী তুলে নেয় টানা দ্বিতীয় জয়—বিপিএলে নিজেদের অবস্থান আরও শক্ত করল দলটি।