Image description
 
 

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানেকে  ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে  আইপিএল স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা। এ নিয়ে দুই দেশের সম্পর্কের শীতলতা বেড়ে চলেছে। 

তবে আইপিএলে উপেক্ষিত বাঁহাতি পেসার মুস্তাফিজ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে যাচ্ছেন। আইপিএল থেকে বাদ পড়ার তিন দিন পর তাকে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। টুর্নামেন্টের ১১ তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন বাংলাদেশি এই বাঁহাতি পেসার। 

 

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে, যা ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মুস্তাফিজসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।

 

এবারের পিএসএল ড্রাফটে যে ১০ বাংলাদেশি ক্রিকেটার নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম।

৮ দল নিয়ে আয়োজিত এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, চলবে ৩ মে পর্যন্ত। এদিকে ২৬ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৯তম আসর। সূচির এই মিল কাকতালীয় হলেও, মুস্তাফিজের জন্য এটি এক নতুন চ্যালেঞ্জ ও সুযোগের গল্প। গেল আসলে মুস্তাফিজ দল না পেলেও এবারের আসরে বেশ সম্ভাবনা রয়েছে।