Image description

জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলসংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চতুর্থ দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১৭৪টি আবেদন জমা পড়েছে। গতকাল আবেদন গ্রহণসংক্রান্ত ইসির কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানিয়েছে, মনোনয়নপত্র যাচাইবাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের চুতর্থ দিন ইসিতে ১৭৪টি আবেদন জমা পড়েছে। চার দিনের আপিলে মোট ৪৬৯ আবেদন পড়েছে। মনোনয়নপত্র যাচাইবাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। ইসি জানিয়েছে, গতকাল ১০ অঞ্চলে ১৭৪টি আবেদন পড়েছে। ইসি জানিয়েছে, গতকাল সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা।

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় ৩৫০ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন। ৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তাঁরা। তফসিল অনুযায়ী,  ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

তথ্য দিতে ইসির সেল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সমন্বয় সেল খুলেছে নির্বাচন কমিশন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, দেশের যে কোনো নাগরিক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ বা তথ্য টেলিফোনের মাধ্যমে আইনশৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন। সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো- ০২৫৫০০৭৪৭০, ০২০৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬। ১২ ফেব্রুয়ারি ভোটের পরদিন পর্যন্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে।