কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। কিন্তু নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও শাহরুখ খানের মালিকানাধীন দলের হয়ে খেলতে পারছে না তিনি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। তবে এক দরজা বন্ধ হলেও অন্য দরজা খুলেছে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে দেখা যাবে। আজ ৩০ বছর বয়সী পেসারের ছবি দিয়ে তার খেলার বিষয়টি নিজের ফেসবুকে নিশ্চিত করেছে পিএসএল। ক্যাপশনে লিখেছে, ‘ব্যাটাররা সাবধান। নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। মুস্তফিজুর রহমান এইচবিএল পিএসএল ১১-তে থাকছেন।’
ক্যাপশনে নতুন অধ্যায় লেখা হলেও এর আগে পিএসএলে খেলেছেন মুস্তাফিজ। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলেন তিনি। উইকেট শিকার করেন ৪টি।
মুস্তাফিজকে বাদ দেওয়ার পরে বিসিসিআইয়ের সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বিসিবি। তাই প্রশ্ন উঠেছে, একজন ক্রিকেটারকে যখন নিরাপত্তা দিতে পারছে না তখন কিভাবে পুরো দলকে দিবে ভারত। এই শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। তাই আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি দাবি করেছে, ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ দিতে। অন্যদিকে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও বন্ধ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে আইপিএল। একই সময়ে পিএসএলও হওয়ার কথা রয়েছে। বর্তমানে বিপিএলে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজ। রংপুরের হয়ে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। সঙ্গে স্লোয়ার, কাটার ও ইয়র্কারে ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলেছেন তিনি।