জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে জবির একমাত্র হল সংসদে শীর্ষ ৩ পদসহ ১০টি পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি, জিএস, এজিএস বিজয় লাভ করেছেন। এ হলে ১৩ টি পদে ১০ টিতেই জয়ী ছাত্রী সংস্থার সদস্যরা। বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান ফলাফল ঘোষণা করেন।
হলটিতে ভিপি হিসেবে ৫৭১ ভোট পেয়ে জয় পেয়েছেন ছাত্রী সংস্থার জান্নাতুল উম্মি তারিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা রিমি (ছাত্রদল) ভোট পেয়েছেন ২৩৬ টি।
জিএস পদে ৫৭১ ভোট পেয়ে সুমাইয়া তাবাসসুম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের সাদিয়া সুলতানা ৩১৪ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস পদে ছাত্রী সংস্থার রেদওয়ানা খাওলা ৫৪৫ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তাসলিমা জাহান মুন। তিনি ভোট পেয়েছেন ৪০৪ টি।
অন্যদিকে জকসু নির্বাচনের মোট ২১টি পদের ১৫টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেল। ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি (জিএস) পদে আব্দুল আলিম আরিফ ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে মাসুদ রানা।