আগের ম্যাচে দলকে জেতাতে না পারায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে পরের ম্যাচেই ব্যাট হাতে মোক্ষম জবাব দিলেন তিনি। তার ১৬ বলের ঝোড়ো ইনিংসে ভর করে সিলেট টাইটান্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর। সিলেটে স্বাগতিকদের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই টপকে যায় রংপুর।
রান তাড়া করতে নেমে ৭৮ রানের মধ্যে মালান (১৯), হৃদয় (৬) ও লিটনকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রংপুর। তবে লিটন আউট হওয়ার আগে ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে যান। এরপর কাইল মায়ার্সকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে রাখেন মাহমুদউল্লাহ। মায়ার্স ২৯ বলে ৩১ করে ফিরলেও থামেননি রিয়াদ। ৫টি চার ও ১টি ছক্কায় মাত্র ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ম্যাচসেরা এই তারকা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের বোলারদের তোপে পড়ে সিলেট। দলীয় ৬৩ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। তবে পঞ্চম উইকেটে আফিফ হোসেন ধ্রুব ও ইথান ব্রুকস ৬৬ রান যোগ করে বিপর্যয় সামাল দেন। আফিফ ৩১ বলে ৪৬ এবং ব্রুকস ৩০ বলে ৩২ রান করেন। আগের ম্যাচে ঝড় তোলা আজমতউল্লাহ ওমারজাই এদিন ৬ রানেই থামেন। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৪ রানের পুঁজি পায় সিলেট। রংপুরের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন ফাহিম আশরাফ ও মুস্তাফিজুর রহমান। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন। ফাহিম খরচ করেন ১৮ রান, আর মুস্তাফিজ দেন ২৪ রান। এই ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
পয়েন্ট টেবিল এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রংপুর। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে সিলেট টাইটান্স।