ফেনী-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। তাকে সমর্থন জানিয়ে দলীয় সিদ্ধান্তেই জামায়াতের দীর্ঘদিনের ঘোষিত প্রার্থী লিয়াকত আলী ভূঞা মনোনয়নপত্র জমা দেননি। তবে বিষয়টি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন মঞ্জু।
সম্প্রতি একটি ঘরোয়া বৈঠকে আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে জামায়াত এক প্রকারে যেচে গিয়ে এবি পার্টির সঙ্গে নির্বাচনি সমঝোতা করতে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে আগেভাগেই জামায়াতের প্রার্থী প্রত্যাহার নিয়েও হাস্যরস করেছেন ১১ দলের এই প্রার্থী।
নোয়াখালীর আঞ্চলিক মিশ্রিত ঢঙে মজিবুর রহমান মঞ্জু বলেন, উনাদের (জামায়াত) ইন্টারেস্টে আমরা উনাদের সাথে আসছি। আমাদেরকে সহযোগিতা করা তো উনাদেরই নৈতিক দায়িত্ব। আমি তো উনার কাছে যেয়ে খুঁজুম না (খুঁজব না)।’ এ সময় অন্যরা তার সঙ্গে একমত পোষণ করেন।
তিনি বলেন, ‘দুই নাম্বার হচ্ছে, উনারা একটা ভুল করছেন। উনারা যদি লিয়াকত সাহেবকে প্রার্থী হিসেবে রেখে দিতেন, তাইলে আজকে উনাদের কথা ছিল। উনারা তো লিয়াকত সাহেবের (মনোনয়ন) প্রত্যাহার করে ফেলছেন, আমাদের সাথে আলোচনা শেষ হওয়ার আগেই। অন্তত আমি যদি কই, আমি ইলেকশন করতাইন্নো, তো উনাদের অবস্থা কি? এখন উনারা ভোট করবো কারে লই?’