Image description

দুবছর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন বিপ্লব ভট্টাচার্য্য। কাজ করেছিলেন বাফুফে একাডেমিতেও। আবারও বাফুফের কোচ হচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও গোলরক্ষক।

তার সঙ্গে নতুন বছরে আরো তিনজনকে নিয়োগ দিয়েছে বাফুফে। তারা হলেন সাবেক জাতীয় ফুটবলার আতিকুর রহমান মিশু, আকবর হোসেন রিদন ও নারী ফুটবলার লিনা চাকমা। আতিকুর ফর্টিস ও ব্রাদার্স ইউনিয়নে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন।

সাবেক ফুটবলার লিনা চাকমা লাইসেন্সধারী কোচ। নারী ফুটবল ও ফুটসালÑদুই ক্ষেত্রেই তাকে কাজে লাগাতে চায় বাফুফে। অপরদিকে বাফুফে একাডেমির প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের চুক্তিও এক বছর বাড়ানো হয়েছে। এছাড়া ২০২৫ সালে বাফুফেতে কাজ করা ২১ জনের চুক্তিও এক বছর নবায়ন করা হয়েছে। বাফুফের প্যানেলভুক্ত কোচের সংখ্যা এখন দাঁড়াল ২৫।