রাজনীতি মাঠে মির্জা আব্বাস বড় নাম হলেও সম্পদের দৌড়ে তাকে ছাড়িয়ে গেছেন তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের চেয়ে তার বড় ছেলের সম্পদের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা বেশি। মির্জা আব্বাসের নিজের সম্পদ যেখানে ৫৩ কোটি ১৬ লাখ টাকার, সেখানে তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস একাই ৬৬ কোটি ৬৪ লাখ টাকার মালিক। হলফনামায় বাবার ছায়ায় থেকে ব্যবসায়িক ও আর্থিক সাফল্য উঠে এসেছে আব্বাস পরিবারের।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন ও হলফনামা দাখিল করেছেন মির্জা আব্বাস।
হলফনামায় দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে পৌনে ৪ কোটি টাকা। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার নিজের সম্পদ রয়েছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার। তবে স্ত্রী ও সন্তানদের হিসাব ধরলে এই শীর্ষ নেতার পরিবারের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪৫ কোটি টাকায়।
হাতে নগদ ও ব্যাংক জমা : হলফনামার তথ্য অনুযায়ী, মির্জা আব্বাসের কাছে নগদ রয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা এবং ১ লাখ ২ হাজার ৮৭৫ মার্কিন ডলার। তার স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ আছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০ মার্কিন ডলার। ব্যাংক জমার ক্ষেত্রে দেখা যায়, মির্জা আব্বাসের অ্যাকাউন্টে রয়েছে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। এছাড়া মির্জা আব্বাসের ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার টাকা এবং স্ত্রীর নামে ৩২ লাখ ৬৬ হাজার টাকার স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে।
শেয়ার ও বিনিয়োগ : ব্যবসায়ী হিসেবে মির্জা আব্বাসের বড় বিনিয়োগ রয়েছে ব্যাংকিং খাতে। তার নামে ঢাকা ব্যাংকের অর্জনকালীন ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার রয়েছে। বিও অ্যাকাউন্টে বিনিয়োগ রয়েছে ৬ কোটি ৫৫ লাখ টাকার বেশি। অন্যদিকে, তার স্ত্রী আফরোজা আব্বাসের নামেও ঢাকা ব্যাংকের ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার রয়েছে।
গাড়ি, স্বর্ণ ও আগ্নেয়াস্ত্র : মির্জা আব্বাসের ২ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দুটি গাড়ি রয়েছে। অলংকার বাবদ নিজের নামে ৩০ লাখ এবং স্ত্রীর নামে ২২ লাখ টাকার তথ্য উল্লেখ করেছেন তিনি। এছাড়া নিজের নামে ৩টি (মূল্য ৪ লাখ ১০ হাজার টাকা) এবং স্ত্রীর নামে ২টি (মূল্য ২ লাখ ৬৬ হাজার টাকা) আগ্নেয়াস্ত্র রয়েছে। ২০ লাখ টাকার আসবাবপত্র ও ২২ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এই বিএনপি নেতার ঘরে।
জমি ও ফ্ল্যাট : হলফনামায় মির্জা আব্বাস জানিয়েছেন, তার কোনো কৃষি জমি নেই। তবে ১৮ লাখ ৫ হাজার টাকার অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৯৪ লাখ ৮১ হাজার টাকার জমি রয়েছে। উত্তরাধিকার সূত্রে ৬ হাজার ১০৬ বর্গফুটের একটি ভবন, ৬টি ফ্ল্যাট, ২টি পার্কিং এবং একটি ভবনে ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোর স্পেসের মালিক তিনি।
আয় ও আয়কর : মির্জা আব্বাসের বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১৩৩ টাকা। এর বিপরীতে তিনি ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ৬০২ টাকা আয়কর দিয়েছেন।
সন্তান ও স্ত্রীর সম্পদ : আফরোজা আব্বাসের স্ত্রীর মোট সম্পদ ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার টাকা। বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার টাকা। ছেলে মির্জা ইয়াসির আব্বাসের মোট সম্পদ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার টাকা। বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকা। মেয়ে নাবিলা মির্জার মোট সম্পদ ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার টাকা। বার্ষিক আয় ৪৫ লাখ ৫২ হাজার টাকা।
ঋণ ও মামলা : বিভিন্ন ব্যাংকে মির্জা আব্বাস ও তার স্ত্রীর নামে প্রায় ২৫ কোটি টাকা ঋণ রয়েছে। তবে তার কোনো সরকারি পাওনা নেই। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক উল্লেখ করা এই নেতার বিরুদ্ধে বর্তমানে সব মিলিয়ে ৩২টির মতো মামলা রয়েছে।