Image description

চট্টগ্রাম ক্রিকেট লিগ অবিলম্বে শুরু করা ও লিগ আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে সংস্থাটি।

এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দলবদল ও লিগ শুরুর তারিখ ঘোষণার জন্য সাত দিনের আল্টিমেটাম দেন। পাশাপাশি চট্টগ্রাম ক্রিকেট লিগ আয়োজনে বিসিবির নীরব ভূমিকার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক বিসিবি পরিচালনা সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর, প্রবীণ ক্রিকেট প্রশিক্ষক তপন দত্ত, সাবেক জাতীয় ক্রিকেটার মাসুমুদ্দৌলা, সাবেক ক্রিকেটার আবু সামা বিপ্লব, ক্রিকেট কোচ আমিন, মোমিন, প্রিন্স, কাজল, ইসমাইলসহ অনেকেই।