Image description

মোস্তাফিজুর রহমান আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন, তার ঠিক পরদিনই মাঠে নেমে পড়তে হয়েছে তাকে। ১ ওভারে ৩ উইকেট নিয়ে দলকে বড় সাহায্যও করেছিলেন। তবে শেষ রক্ষা হলো না তাতেও। এমআই এমিরেটসের বিপক্ষে তার দল দুবাই ক্যাপিটালস হেরেছে ৭ রানে।

এমআই এমিরেটসের বিপক্ষে ১৮তম ওভার করতে এসে তিনি বিদায় করেন রশিদ খান, টম ব্যান্টন ও এএম গজনফরকে। এই ওভারে তিনি দেন মোটে ১ রান। তার আগে পরে অবশ্য বোলিংটা ভালো হয়নি তার। বাকি তিন ওভারে তিনি রান দিয়েছেন ৩৩।

ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ১১ রান দিয়ে গিয়েছিলেন তিনি। তবে এরপর ১৬তম ওভারে আক্রমণে আসেন তিনি, সে ওভারে কামিন্দু মেন্ডিস ও ব্যান্টনকে দেন ৬ রান। ১৮তম ওভারে ১ রান দিয়ে তিনি যখন ৩ উইকেট নিয়ে নিলেন, মনে হচ্ছিল চিরচেনা মোস্তাফিজের দেখা বুঝি মিলেই গেল। তবে শেষ ওভারে ১৬ রান দিয়ে বসেন তিনি। 

 

সে ওভারের প্রথম বলে ইয়র্কার দিয়েও রোমারিও শেফার্ডের কাছে ৪ হজম করে বসেন। চতুর্থ বলে শোধটা প্রায় তুলেই ফেলছিলেন। তবে জর্ডান কক্স ক্যাচটা তালুবন্দি করতে পারেননি। শেষ বলে ছক্কা হজম করে মোস্তাফিজ তার বোলিং শেষ করেন ৩৪ রানে ৩ উইকেট নিয়ে। এর আগে ৪ ম্যাচে ৬ উইকেট নেওয়া মোস্তাফিজের উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ায় ৫ ম্যাচে ৯-এ।

এমিরেটস তাদের ইনিংস শেষ করে ১৩৭ রান তুলে। ব্যাট হাতেও মোস্তাফিজের সুযোগ হয়েছিল মাঠে নামার। তখন দলের সমীকরণটা ছিল ৫ বলে ১৬ রানের। তবে মোস্তাফিজ ১ রান করেই রানআউট হন। তার বিদায়ের ঠিক পরে ডেভিড উইলি ছক্কা হাঁকান, তবে শেষ রক্ষা হয়নি। ৭ রানে হারে মোস্তাফিজের দল।