ওসমান বিন হাদিকে কেন্দ্র করে চলমান আলোচনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ পরিস্থিতিতে সবাইকে সংযত থাকার পাশাপাশি কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘দয়া করে সংযত হন। কারও উসকানিতে পা দিয়েন না। আলোচনাটা আমাদের সময়ের বীর হাদি থেকে অন্যদিকে কারা ঘুরিয়ে দিতে চায়, সেটা মাথায় রাখেন।’
উল্লেখ, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সক্রিয় মুখ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন। তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে এই সংযমের আহ্বান জানালেন উপদেষ্টা।