চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে মোস্তাফিজুর রহমানকে টেনেছে কলকাতা নাইট রাইডার্সের। শাহরুখ খানের দলটি বাংলাদেশি তারকা পেসারকে দলে টানতে খরচ করছে ৯ কোটি ২০ লাখ রুপি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসা নিলামে কলকাতা খরচও করেছে দুহাত খুলে।
আইপিএল নিলাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মোট ৭৭টি জায়গার জন্য প্রায় ৩৫০ ক্রিকেটারের নাম জমা দেয়া হয়েছিল। নিলামে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিদেশি প্লেয়ার হিসেবে নাম লিখিয়েছেন।
তাকে নিতে ২৫ কোটি ২০ লাখ রুপি খরচ করতে হয়েছে কলকাতাকে। এর বাইরে মাথিশা পাথিরানাকে নিতে ১৮ কোটি ও মোস্তাফিজুর রহমানকে নিতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে ফ্যাঞ্চাইজিটি।
এছাড়া দলটিতে আছে আজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, বরুন চক্রবর্তীর মতো দেশি তারকা। আছেন সুনীল নারিন, রাচিন রবীন্দ্র, রভম্যান পাওয়েলের মতো তারকা।
কলকাতা নাইট রাইডার্স
আজিঙ্কা রাহানে, অংকৃষ রঘুবংশী, অনুকুল রায়, হার্ষিত রানা, মানিশ পান্ডে, রমণদীপ সিং, রিঙ্কু সিং, রভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথিশা পাথিরানা, তেজস্বি সিং, কার্তিক তিয়াগি, প্রশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠি, টিম সেইফার্ট, মোস্তাফিজুর রহমান, সার্থক রঞ্জন, ডাকশ কামরা, রাচিন রবীন্দ্র ও আকাশ দীপ।