Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর চলছে। টুর্নামেন্টের চলতি আসরের শুরু থেকেই গুঞ্জন রটেছে স্পট ফিক্সিংয়ের সম্পৃক্ততা নিয়ে। 

তবে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমানের সরল স্বীকারোক্তি- স্পট ফিক্সিং কী? সেটাই তিনি জানেন না!

ক্রিকেটে নিজেকে ‘নতুন’ হিসেবে পরিচয় দিয়ে শফিকুর রহমান দেশের একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘আমি আসলে বিপিএলে একেবারেই নতুন। আর ক্রিকেটটাও অনেক কম বুঝি। আমার ক্রিকেটের সঙ্গে কাজ করা এবারই প্রথম। আমি একজন ডেভেলপার। ফিক্সিং শব্দটাই আমার জানা নেই, এটা কিভাবে করে সেটা তো আরও জানা নেই। আমি খুবই দুঃখিত, এ বিষয়ে আপনাকে কোনো কিছু বলতে পারলাম না।’

এবারের বিপিএলে ওয়াইড বাউন্ডারি তুলনামূলক বেশি। যে কারণে ক্রিকেট–সংশ্লিষ্ট অনেকের ধারণা, বিপিএলে ব্যাপক হারে স্পট ফিক্সিং হচ্ছে।

এ ব্যাপারে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এবার কখনো কখনো কিছু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের খেলা দেখে মনে হয়েছে, সন্দেহজনক কিছু একটা হচ্ছে। কিছু অস্বাভাবিক কাজ তারা করছেন। তবে তথ্য–প্রমাণ ছাড়া নির্দিষ্ট কারও বিরুদ্ধে কিছু বলা উচিত হবে না।’

খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ জানিয়েছেন, ‘আমার দলে ভালো ভালো স্থানীয় ও বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন। জাতীয় পর্যায়ে তাদের সবার সুনাম আছে। কাজেই আমাদের দলে এ রকম কিছুর সুযোগ নেই।’

চিটাগং কিংসের ম্যানেজার লাভলু রহমান জানিয়েছেন, ‘আমাদের দলের মধ্য এ রকম কিছু নেই। অন্য দলের সঙ্গে আমরা সম্পৃক্ত নই, তাদের ব্যাপারে বলতে পারি না। তবে আমাদের চোখে এমন কিছু ধরা পড়েনি।’