Image description

নিক জাগরণের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রোকেয়া রহমান এই আদেশ দেন। 

জানা গেছে, গত ৭ জানুয়ারি আসামি আবেদ খানের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় সমন জারির জন্য দিন ধার্য ছিল, তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় আজ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এই মামলাগুলোর বাদী দৈনিক জাগরণের তিন সংবাদকর্মী মো. তাজুল ইসলাম, মো. খোকন মিয়া ও মো. মোরসালিন। তাদের অভিযোগ, ঘোষণা ছাড়াই তারা চাকরিচ্যুত হয়েছেন এবং তাদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। 

তাদের মতে, বারবার তাগাদা দেয়ার পরও কোনো প্রতিকার না পেয়ে তারা আদালতের শরণাপন্ন হন। বাদীরা আশা করছেন, আদালত তাদের ন্যায়বিচার প্রদান করবে এবং আর্থিক পাওনা প্রদান করবে।

এদিকে, সাংবাদিক আবেদ খানের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে উচ্চ আদালত একটি রায় দিয়েছেন, যেখানে তাকে সরকারি বাড়ি দখলের অভিযোগে দায়ী করা হয়। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে নিজ জেলা সাতক্ষীরায় পরিবারের সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে।