ভারতের নারী ফ্র্যাঞ্চাইজি লিগ ডব্লিউপিএলের (ওমেন’স প্রিমিয়ার লিগ) আসন্ন নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের তিন তরুণ ক্রিকেটার। আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় এই নিলামে লড়বেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান। এই তিন টাইগ্রেস ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।
নারী আইপিএলের নিলামে মোট ২২৭ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৮৩। সব মিলিয়ে ৭৩ জন সুযোগ পাবেন যেখানে বিদেশি কোটায় দল পাবেন মাত্র ২৩ জন ক্রিকেটার।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আলাদা করে নজরে থাকবেন পেসার মারুফা আক্তার। বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে তার বিধ্বংসী বোলিং এবং ইনসুইং ডেলিভারিতে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করে আলোড়ন তুলেছিলেন তিনি। তাই নিলামে তার দল পাওয়ার ভালো সম্ভাবনা দেখছেন অনেকে।
অলরাউন্ডার স্বর্ণা আক্তার বিশ্বকাপে ৭ ম্যাচে ১১৬ রান ও ৬ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন। আরেক স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান ৭ ম্যাচে ৮৭ রানের পাশাপাশি নিয়েছেন ৭টি উইকেট।
নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ২৩ জন নাম দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া ইংল্যান্ডের ২২, নিউজিল্যান্ডের ১৩ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ১১ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। তবে গত আসরে খেলা অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা ও সোফিয়া মলিনিউ এবারের নিলাম তালিকায় নেই।