আইপিএলের আগামী নিলামে নতুন করে দল গোছাতে চাইছে অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, লাখনৌ সুপার জায়ান্টসের মতো দলগুলো নিজেদের কাজ শুরু করে দিয়েছে। তবে আসন্ন নিলাম নিয়ে চিন্তিত নয় পাঞ্জাব কিংস। দলটির অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া জানান, নিয়মরক্ষার্থে কেবল তারা এবারের নিলামে অংশ নেবে।
ডিসেম্বরে আবুধাবিতে হবে আইপিএলের নিলাম। পাঞ্জাবের হাতে রয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। আরও চারজন ক্রিকেটার নেওয়ার সুযোগও রয়েছে তাদের। কিন্তু আগামী নিলামে কোনো ক্রিকেটার কিনতে ইচ্ছুক নয় ফ্র্যাঞ্চাইজিটি।
গত মৌসুমে শ্রেয়স আয়ারকে অধিনায়ক করেছে পাঞ্জাব। কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে রিকি পন্টিংকে। গতবারের নিলামে ভারসাম্যযুক্ত দলও তৈরি করেছে তারা। দলটির কর্তৃপক্ষ মনে করছে, চ্যাম্পিয়ন হওয়ার মতো দল তারা তৈরি করেছেন। তাই অকারণে দলে পরিবর্তন চাইছে না ফ্র্যাঞ্চাইজিটি।
ওয়াদিয়া বলেন, ‘সত্যি বলতে আমাদের এ বারের নিলামে যাওয়ার প্রয়োজনই নেই। আমাদের দল যথেষ্ট শক্তিশালী। হয়তো আমরা আরও একটু শক্তিবৃদ্ধির চেষ্টা করব। গত বছরের নিলামটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। পন্টিং এবং আয়ার দু’জনে একসঙ্গে কাজ করছে। আমাদের অন্য সাপোর্ট স্টাফরাও দারুণ। সব মিলিয়ে আমরা বেশ স্বস্তিকর অবস্থায় রয়েছি।’
গ্লেন ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডারকে এবার ছেড়ে দিয়েছে পাঞ্জাব কর্তৃপক্ষ। আগামী মৌসুমে পাওয়া যাবে না বলে ছেড়ে দিয়েছে ইংলিশকেও। এছাড়া প্রবীণ দুবে, কুলদীপ সেন, বিষ্ণু বিনোদকেও ছেড়ে দেওয়া হয়েছে।
দলের শক্তি, ভারসাম্য নিয়ে খুশি অন্যতম কর্ণধার নেস ওয়াদিয়া। অকারণ রদবদল করে দলের পরিবেশ পরিবর্তন করতে চাইছেন না তিনি। আইপিএলের আগামী নিলামে কোনো ক্রিকেটারের জন্য ঝাঁপাতে চান না তারা। নিয়ম নেমে নিলামে অংশগ্রহণ করবেন।