Image description

রাজধানী ঢাকাসহ আশপাশে আঘাত হানা মাঝারি মাত্রার ভূমিকম্পের পর ফেসবুক চালু করেছে ‘সেফটি চেক’ অপশনটি। এর মাধ্যমে ঘটনাস্থলে অবস্থানকারী ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধুদের জানাতে পারবেন নিজেদের নিরাপদ থাকার বিষয়ে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পের ফলে আতঙ্কিত মানুষজন দ্রুত ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

এ সময় বিভিন্ন জায়গায় দেয়াল ধস ও ফাটলের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭।

এদিকে, ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফেসবুক তার সেফটি চেক ফিচারটি চালু করে। এই ফিচারটি ব্যবহার করে নিজেকে বা বন্ধুকে ‘সেফ’ বা নিরাপদ হিসেবে চিহ্নিত করতে পারেন ফেসবুক ব্যবহারকারী। বেলা ১১টা ৩১ মিনিটে ফিচারটি চালুর পর থেকে অনেকেই ফিচারটি ব্যবহার করেছেন।

প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি সংকটের সময় মানুষ ফেসবুকে তার প্রিয়জন কে কোথায় আছেন বা কেমন আছেন, খোঁজখবর করেন। এ সময় দুর্গত এলাকার মানুষ বা প্রিয়জনের অপেক্ষায় থাকা উদ্বিগ্ন স্বজনদের মধ্যে যোগাযোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে সহজে যোগাযোগের জন্য প্রয়োজনীয় টুল বা সহজ যোগাযোগ পদ্ধতি এ সেফটি চেক।

ফেসবুকের কর্মকর্তাদের মতে, সেফটি চেক টুলটি প্রাকৃতিক দুর্যোগের সময় পরিবার-পরিজনদের কাছে নিরাপদে থাকার তথ্যটি জানিয়ে দিতে পারবে। অন্যান্য দুর্গত এলাকার তথ্য জানার পাশাপাশি বন্ধু নিরাপদে আছে কি না, তা-ও জানা যাবে।

২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সংকটের সময়ই মানুষ কীভাবে প্রযুক্তি ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করে, পরস্পরের খোঁজখবর রাখে, সে অভিজ্ঞতা হয়েছে।

এই টুলটি কীভাবে কাজ করবে?
প্রাকৃতিক দুর্যোগের পর ওই এলাকায় অবস্থানকালে এই টুলটি সক্রিয় হলে একটি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারী নিরাপদ আছেন কিনা, তা জানতে চাওয়া হবে। ব্যবহারকারী কোন স্থানে রয়েছেন, সেটা প্রোফাইলে দেওয়া তথ্য, লোকেশন ফিচার বা ইন্টারনেট ব্যবহারের স্থান অনুমান করে ফেসবুক নির্ধারণ করে দেবে। যদি ফেসবুকের অনুমান ঠিক না হয়, তবে দুর্গত এলাকার বাইরে থাকার বিষয়টিও চিহ্নিত করে দেওয়া যাবে। 

নিরাপদ থাকলে ‘আই অ্যাম সেফ’ নির্ধারণ করে দিলে তা একটি নোটিফিকেশন ও নিউজ ফিড স্টোরি হিসেবে দেখাবে। ফেসবুকের বন্ধুরাও নিরাপদ থাকার বিষয়টিও নির্ধারণ করতে পারবেন। দুর্গত এলাকায় থাকা বন্ধুরা যদি সেফটি চেক চালু করে নোটিফিকেশন ক্লিক করেন, তবে তার বন্ধুরা সে তথ্য জানতে পারবেন।