Image description

শেখ মোরসালিন, মধ্যমাঠের খেলোয়াড়। আগামী ২৫ নভেম্বর তার এবারের জন্মদিনটি কাটবে অন্যরকম। ওইদিন বিশ বছরে পা রাখা এ তরুণের হৃদয়ে থাকবে ভারতের জালে বল ছোঁয়ানোর .টাটকা স্মৃতি। তার দেওয়া একমাত্র গোলেই তো বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান হলো।

২০০৫ সালে জন্ম নেওয়া মোরছালিন ২৫ বছর বয়সে বাবার হাত ধরে মাত্র ১১ বছর বয়সে বিকেএসপিতে ভর্তি হন। শৈ সবশব আর কৈশোর কেটছে বিকেএনপিতেই। দেশের বয়স ভিত্তিক দলগুলোতোখেলতে খেলতেই দখলে নিয়েছেন দক্ষতা। জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে। দেশের জার্সিতে মাঠে নেমে ২১টি আন্তর্জাদিতে ,ম্যাচে গোল করেছেন ৭টি। ঘরোয়া ফুটবলে ৫ফুট ৯ ইঞ্চির হালকাপাতলা এই তরুণ ঘরোয়া ফুটবলে খেলেন সুন্ধরা কিংসের হয়ে।

এএফসি এশিয়া কাপে নেপালের বিপক্ষে ম্যাচটিতে চোটের কারণে খেলতে পারেননি মোরসালি। ভারতের বিরুদ্ধেও বাংলাদেশের মূল একাদশে জায়গা পাওয়া অনিশ্চিত ছিল তার। শেষ মুহূর্তে তিনি অন্তর্ভুক্ত হন এবং মাঠে নেমে বাজিমাত করেন। ম্যাচের ১১ মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থ রাকিকের পাস বল পেয়ে ডি-বক্সে ঢুকে পড়েন এবং ভারতের গোলকিপারে দুই পায়ের ফাঁক দিয়ে আলতো টোকায় জালে জড়ান। মোরসালিনের দেওয়া এই একটি গোলেই নির্ধানণ করে দেয় ম্যাচের ভাগ্য। 

ম্যাচের আগে বাংলাদেশকে খাটো করে দেখা ভারতের খেলোয়াড়রা শেষপর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়েন।