Image description

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন টেস্টে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। চতুর্থ ইনিংসে ১২৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৯৩ রানেই অলআউট হয় ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের পরাজয়ে পিচ নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তবে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর বলেছেন, উইকেটে কোনো সমস্যা নেই। আমরা এমন উইকেটই চেয়েছিলাম।

ম্যাচের জন্য টার্নিং উইকেট বানিয়ে সফরকারীদের ফাঁদে ফেলতে চেয়েছিল স্বাগতিক ভারত। চার স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছিল তারা। দক্ষিণ আফ্রিকার একাদশে বিশেষজ্ঞ স্পিনার ছিলেন কেবল দুইজন। কিন্তু সেই ফাঁদে নিজেরাই পড়ে হারের তেতো স্বাদ পেল ভারত।

প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত ১২৪ রান তাড়ায় গুটিয়ে যায় স্রেফ ৯৩ রানে।

ম্যাচের প্রথম দিন থেকেই উইকেট নিয়ে শুরু হয় প্রবল সমালোচনা। ভারতের সাবেক স্পিনার হারভাজান সিংয়ের কাছে এই উইকেট ‘প্যাথেটিক।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের চোখে এই পিচ ‘ভয়াবহ।’

হারের পর গাম্ভিরের সংবাদ সম্মেলনে ওঠে পিচ নিয়ে প্রশ্ন। ভারত কোচ বলেন, নিজেদের চাওয়া মতোই উইকেট পেয়েছেন তারা।

“মূল কথা হলো, টার্নের বিপক্ষে কীভাবে খেলতে হয় এটা জানতে হবে। আমরা এমন উইকেটই চেয়েছি। আর সেটাই আমরা পেয়েছি। আমি মনে করি, কিউরেটর খুবই সহায়ক ছিলেন।”

“এই উইকেট ভয়ঙ্কর ছিল না। আমি এখনও বিশ্বাস করি, উইকেট যেমনই হোক না কেন, ১২৩ (১২৪) রান তাড়া করা সম্ভব ছিল। হ্যাঁ, এটা হয়তো এমন উইকেট নয় যেখানে বড় শট খেলা যায়। তবে মাথা নিচু করে খেলার ইচ্ছা থাকলে, এই উইকেটে অবশ্যই রান করা যায়।”