Image description

রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট হাইস্কুল মাঠে রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরু থেকেই স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

পথসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর–২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম।

বক্তৃতায় এটিএম আজহারুল ইসলাম দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং ন্যায়-ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও সত্যের প্রতীক।

বক্তব্যে তিনি দলের কর্মপন্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রংপুর–২ আসনে সম্ভাব্য উন্নয়ন কার্যক্রমের দিকও তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস. এম. আলমগীর। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

সভাস্থলে নেতাকর্মী ও সমর্থকদের স্লোগান এবং অংশগ্রহণে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।