আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর গোয়ালন্দ মোড় এলাকায় এ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপি, গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে পুনঃবিবেচনা করে রাজবাড়ী-১ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজি, সিনিয়র সহসভাপতি জিয়াউল হুদা উজ্জ্বল, উপজেলা যুবদলের সদস্যসচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু সাঈদ মন্ডল প্রমুখ।
উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দীর্ঘ ১ ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন, কেউবা কাফনের কাপড় পরে অ্যাডভোকেট মো. আসলাম মিয়াকে পুনরায় বিবেচনা করে রাজবাড়ী-১ আসনে ধানের শীষের কান্ডারি হিসেবে মনোনয়ন দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধের পাশাপাশি মহাসড়কে টায়ার জ্বালিয়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে বয়কট ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেন।