বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে বক্তব্য দিতে গিয়ে ফুটবল ও ফুটবলারদের নিয়ে নানান নেতিবাচক কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির নতুন পরিচালক আসিফ আকবর। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন ফেসবুকে প্রশ্ন রেখে বলেন, ‘প্রকৃত ক্রীড়া সংগঠক খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে। ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবরের বক্তব্য খেলাধুলার অঙ্গনকে বিভাজিত করবে। ক্রিকেট আভিজাত্যের খেলা হলে, ফুটবল কী নিম্ন জাতের খেলা?! তীব্র নিন্দা জানাচ্ছি।’
জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে আবাহনীর ডাগআউট সামলাচ্ছেন মারুফুল হক। তিনি লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এমন কাণ্ডজ্ঞানহীন বক্তব্যের জন্য। সরাসরি কাউকে প্রতিপক্ষ বানালে আমরাও প্রস্তুত প্রতিপক্ষ হতে।’
বাফুফের আরেক সদস্য গোলাম গাউস বলেছেন, ‘যিনি খেলার খ জানেন না, যোগ্যদের অযোগ্য করে কোটায় পরিচালক হয়ে ভাইরাল হতে চাচ্ছেন মনে হয়, মিস্টার পরিচালক আমরা লজ্জিত!’
কোচ জুলফিকার মাহমুদ মিন্টু লিখেছেন, ‘যার যেখানে থাকা উচিত না এই দেশে সে সেখানেই বসে। ভাষা ঠিক করুন।’
আরেক তারকা গোলকিপার বিপ্লব ভট্টাচার্য সরাসরি লিখেছেন, ‘আসিফ আকবর সারা দেশের ফুটবলারদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।’
আসিফ যখন বক্তব্য দিচ্ছিলেন তখন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হাস্যোজ্জ্বল ও মৃদু তালি দিতে দেখা যায়।
আশি-নব্বইয়ের দশকে ইস্ট অ্যান্ড-ভিক্টোরিয়ার হয়ে ফুটবল খেলা বুলবুল এখন কী মন্তব্য করেন তা দেখার বিষয়।