Image description
 

বাংলাদেশ তাদের টি-টোয়েন্টিতে ধারাবাহিক সিরিজ জয়ের ধারা খুইয়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টানা দুই ম্যাচ শেষে এখন হোয়াইটওয়াশের শঙ্কাও পেয়ে বসেছে তাদের। এমন পরিস্থিতিতে দলে ‘নাক গলান’ ছাড়া আর উপায় দেখছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জানিয়েছেন, ‘আজ থেকেই’ নাক গলান শুরু করবেন তিনি!

 

টানা ৪ সিরিজ জিতলেও বাংলাদেশ তাদের ব্যাটিং নিয়ে ভুগছে বেশ কিছু দিন ধরেই। শ্রীলঙ্কা সিরিজ থেকে যদি ধরা হয়, তাহলে প্রতি সিরিজেই অন্তত এক বার করে ধসের মুখে পড়েছে বাংলাদেশ। মিডল অর্ডার ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি, কোনোভাবেই পারফর্ম করতে পারছে না।

এশিয়া কাপে ফাইনালে খেলার সম্ভাবনা ছিল দলের। পাকিস্তানের বিপক্ষে ১৩৫ রান তাড়া করতে পারলেই ফাইনালে চলে যেত দল। কিন্তু সে সুযোগটা নিতে পারেনি বাংলাদেশ। একই দৃশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দেখা গেছে। ১৫০ রানও তাড়া করতে পারেনি। শেষ ১৮ রানে ৫ উইকেট খুইয়ে ম্যাচ হেরেছে ১৪ রানে।

এই পারফর্ম্যান্স দেখে বিস্ময়ের শেষ নেই বিসিবি সভাপতির। সম্প্রতি একটি পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমরা বুঝি ১৫০ রানও তাড়া করতে পারি না!’

আর এই দশা দেখেই আমিনুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর নয়, এখনই দলের সঙ্গে যোগ দিতে হবে। তবে তার ‘নাক গলানোর’ শুরু কবে থেকে? সেটা ঠিক এখনই নয়। তিনি জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি সিরিজের একটা ম্যাচ বাকি আছে এখনও। এখনই কিছু করতে চাইছি না।’

তাহলে কবে থেকে তিনি দলে নজর রাখবেন? আমিনুল বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন কিছু দেখবেন। ওই সিরিজ থেকে আমি দলের খুব কাছাকাছি থাকব।’