 
              চলন্ত ট্রেনে সংঘবদ্ধ ছিনতাইকারীরা সবকিছু লুট করে ট্রেন থেকে ফেলে দেয় শিহাব নামের এক যুবককে। পরে সেখানে অচেতন ও আহতাবস্থায় তাকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে পরিবারের কাছে পৌছে দিয়েছেন পাবনার চাটমোহর মূলগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রনি হোসাইন ও তার সহযোগিরা।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধার পরে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিহাবের বাসা চাপাইনবয়াবগঞ্জ জেলায়।
রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহর রেলস্টেশনের অদূরে রেললাইনের পাশে অচেতন অবস্থায় পরে থাকা যুবককে উদ্ধার করে পরিবারের কাছে পৌছে দেওয়ার এমন ঘটনায় এলাকার মানুষের প্রশংসা পাচ্ছেন রনি হোসাইন ও তার সহযোগিরা।
ছাত্রদল নেতা রনি হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যার পরে আমাদের গ্রামের ঈদগাহের পাশে ট্রেন থেকে পরে আহত একজন ব্যক্তির সন্ধান জানতে পারি। এ সময় আমি চাটমোহর থানা বাজারে ছিলাম।
তিনি আরো বলেন, এখানে আমি যা করেছি এটা আমার দায়িত্ব বা কর্তব্য ছিল। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের ঈমানী দায়িত্ব।
এ ঘটনায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা বলেন, বিষয়টি আমি শুনেছি। আমাদের ছাত্রদল নেতা রনি যেটা করেছে সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি খুব ভাল ও একজন সাংগঠনিক ছেলে।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 