 
              পিরোজপুরের মঠবাড়িয়ায় বড় হারজি বিএনপি অফিসে ভাইরাল হওয়ার নেশায় কিশোরেরা ‘জয়বাংলা’ স্লোগান দেয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিন কিশোরকে পুলিশে সোপর্দ করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে জয়বাংলা স্লোগান দেওয়া দুজনের ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই দুজন কিশোরসহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন।
পাঠাকাটা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকেরা এসে বসেন। তাদের মধ্যে কেউ প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে ছবি টাঙিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে কিছু দুষ্কৃত মহল এখানে লোক না থাকার সুযোগে এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. লিটন মৃধা বলেন, এরা মূলত আওয়ামী লীগের দোসর। তাদের আটক করে পুলিশে দিয়েছি। এখন প্রশাসন ব্যবস্থা নেবে।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাদের আটক করেছি। এখন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 