Image description

জামায়াত আমির শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ অক্টোবর) এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে কাফরুল উত্তর থানা শাখা।

সভায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এমন পরিবেশের সৃষ্টি করতে হবে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন।

 
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতার কথা উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন, বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবে।

 
আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত।’

জামায়াতের এ নেতা বলেন, ‘সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।

 
এজন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেরিয়ে আসতে হবে ভোটচুরি, ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থ ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ১০টা হোন্ডা, ২০টা গুণ্ডা; নির্বাচন ঠাণ্ডা—এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না।’