 
              জামায়াত আমির শফিকুর রহমানের পক্ষে রাজধানীর মিরপুর ১৩ নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৩১ অক্টোবর) এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে কাফরুল উত্তর থানা শাখা।
সভায় দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এমন পরিবেশের সৃষ্টি করতে হবে। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন।
সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতার কথা উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন, বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবে।
জামায়াতের এ নেতা বলেন, ‘সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 