গানের মঞ্চ থেকে ক্রিকেট বোর্ডে (বিসিবি) কন্ঠ শিল্পী আসিফ আকবর।বিসিবি নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি।
৬ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনের সময় তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে, সেখান থেকেই অংশ নিয়েছিলেন ভোটে এবং পরিচালক নির্বাচিত হন। দেশে ফেরার পর দেরি না করে তিনি চলে যান মিরপুরের বিসিবি কার্যালয়ে।
ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক ২০০৩ সাল থেকে। এব্যাপারে আসিফ সাংবাদিকদের বলেন, ‘আজ প্রথম বিসিবিতে ঢুকলাম। এখানে এসেছি ২০০৩ সালে, তখন আরাফাত রহমান কোকো সাহেব হাইপারফরম্যান্সের প্রধান ছিলেন। এই মাঠের প্রত্যেকটা ইঞ্চি আমার চেনা। মিরপুর মাঠে প্রথম সাউন্ড সিস্টেম আমিই বাস্তবায়ন করি।’
তিনি আরও বলেন, ‘বোর্ডের পরিচালক ও কাউন্সিলর নির্বাচিত হওয়ার সময় ছিলাম যুক্তরাষ্ট্রে। গতকাল দেশে ফিরেছি, দেখলাম এরই মধ্যে দেরি হয়ে গেছে। তাই আজই চলে এলাম। মাঠে গেলাম, ঘুরলাম, দেখলাম। যেহেতু একটা দায়িত্বে এসেছি, আমার মনে হয় দেরি করা ঠিক হবে না।’
২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে আসিফ বলেন, ‘স্কোরবোর্ড একটা ডকুমেন্টেশন। প্রতিভা কিন্তু তার বাইরের ব্যাপার। আমরা প্রতিভার দিকেই মনোযোগ দেব। অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হলেও তাদের অনেকেই জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করতে পারেনি-সেখানে কোথায় গ্যাপ হচ্ছে, সেটা বোঝার চেষ্টা করব। আপাতত আমি বাচ্চাদের নিয়ে কাজ করছি, সময় দিন, ভালো কিছু হবে।’
সঙ্গীতের বাইরে এবার তিনি নিজের আরেক ভালোবাসা ক্রিকেটের ময়দানে নতুন অধ্যায় শুরু করেছেন। বয়সভিত্তিক স্তর থেকে ভবিষ্যৎ তারকা তৈরির স্বপ্ন নিয়েই তার এই প্রত্যাবর্তন।