 
              বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,সংসদ নির্বাচন ও গণভোট আলাদা দিনে আয়োজন করা শুধুই বিলাসিতা।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর) ড. খন্দকার মারুফ হোসেন তাঁর ভেরিফাই ফেসবুক পোস্টে এক প্রতিক্রিয়ায় বলেন,জাতীয় সনদ নিয়ে সকল ষড়যন্ত্রকে দৃঢ় কণ্ঠে "না" বলি! জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হতে পারে-এর আগে আলাদা করে গণভোট আয়োজনের সুযোগ নেই।দেশপ্রেমিক জনতা আজ এক কণ্ঠে বলছে "না৷দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক কাঠামোর প্রেক্ষাপটে এটি সময়, অর্থ এবং জনসম্পৃক্ততার অপচয় ছাড়া আর কিছু নয়।”কিন্তু বাংলাদেশে ইচ্ছাকৃতভাবে এ প্রক্রিয়া আলাদা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে।”
ড.মারুফ আরো বলেন, নির্বাচন কমিশন যদি প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করতে চায়, তাহলে জনগণের স্বার্থে যৌক্তিক ও ব্যয়-সাশ্রয়ী সিদ্ধান্ত নিতে হবে।“গণভোট আলাদা দিনে করার পেছনে প্রশাসনিক অজুহাত যতই দেখানো হোক, মূলত এটি একটি রাজনৈতিক কৌশল, যা জনগণের মতামতকে প্রভাবিত করার উদ্দেশ্যে করা হচ্ছে।”
 
       
                 
                
 
                                                  
                                                  
                                                  
                                                  
                                                 