আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছেন, যা তাকে MLS-এ ২০২৮ সিজনের শেষ পর্যন্ত রাখবে। মেসি বলেছেন, “এখানেই থাকতে পেরে খুব খুশি, এটি শুধু একটি স্বপ্ন নয়, বাস্তবের সুন্দর রূপ।”
মেসি ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইন থেকে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন। MLS-এ তার আগমন লিগে দর্শক উপস্থিতি ও টিকেট বিক্রয় উভয় ক্ষেত্রেই রেকর্ড সৃষ্টি করেছে। MLS কমিশনার ডন গারবার জানিয়েছেন, মেসি লিগের জন্য একটি মাইলফলক হয়ে উঠেছেন।
মেসি ২০২৪ সিজনে MLS-এর MVP নির্বাচিত হন এবং ২০২৫ সালে MLS ইতিহাসে ৪০ গোল পূর্ণ করার দ্রুততম খেলোয়াড় হয়েছেন। চলতি মৌসুমে প্লে-অফে ফিরিয়ে আনার পাশাপাশি হ্যাটট্রিকের মাধ্যমে গোল্ডেন বুট জয় নিশ্চিত করেছেন।