Image description
 

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল বাহিনী লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর দ্য স্ট্রিট জার্নাল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় দুজন এবং দক্ষিণ লেবাননের আরবসালিম এলাকায় হামলায় আরও দুজন নিহত হয়।

নিহতদের মধ্যে একজন বৃদ্ধা রয়েছেন বলে সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায় ।
 

গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত চুক্তির পর এটিই সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা।

ইসরায়েল ফিলিস্তিনের গাজাতেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে। ১০ অক্টোবর চুক্তি স্বাক্ষরের পর থেকে এ পর্যন্ত সেখানে ১০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলের বাহিনী।

(ঢাকাটাইমস