Image description

পাকিস্তান ক্রিকেটে ফের বড় ধরনের পরিবর্তন। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ সিদ্ধান্তের ঘোষণা দেয়।

রিজওয়ানকে মাত্র এক বছর আগেই, ২০২৪ সালের অক্টোবরে বাবর আজমের কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিল বোর্ড। আরো বিস্ময়ের বিষয় হলো যাকে নতুন অধিনায়ক করা হলো, সেই শাহীন আফ্রিদিকেও সম্প্রতি টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছিল।

রিজওয়ানের এই বিদায় ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

সাবেক অধিনায়ক রশিদ লতিফ অভিযোগ তুলেছেন, রিজওয়ানের ফিলিস্তিন সমর্থনই তার নেতৃত্ব হারানোর কারণ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘শুধু ফিলিস্তিনের পতাকা তোলার জন্যই কি তাকে সরিয়ে দেওয়া হলো? এ কেমন মানসিকতা? মাইক হেসন এই সিদ্ধান্তের নেপথ্যে। তিনি ড্রেসিংরুমে রিজওয়ানের ধর্মীয় সংস্কৃতি পছন্দ করতেন না।’

লতিফের দাবি, পাকিস্তানের হোয়াইট-বল দলের প্রধান কোচ মাইক হেসনই রিজওয়ানকে সরানোর মূল কারিগর।

‘হেসনের একটি ছোট টিম আছে, যারা ড্রেসিংরুমের এই পরিবেশ বদলাতে চায়। অথচ ইনজামাম, সাঈদ আনোয়ার, সাকলাইনদের সময় এসব কোনো সমস্যা ছিল না,’ বলেন তিনি।

রিজওয়ান বেশ কয়েকবার প্রকাশ্যে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। চলতি বছরের এপ্রিলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার দল মুলতান সুলতানসের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য ফিলিস্তিনের দাতব্য সংস্থায় ১ লাখ পাকিস্তানি রুপি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এমনকি ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সেই জয় উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনের মানুষের প্রতি।

যদিও পিসিবি রিজওয়ানের বরখাস্তের কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি। বোর্ডের অফিসিয়াল বিবৃতিতেও রিজওয়ানের নাম উল্লেখ ছিল না। তারা জানিয়েছে, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও হোয়াইট-বল কোচ মাইক হেসনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে বোর্ড সূত্রে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সিদ্ধান্তটি শুধু হেসনের নয়; পিসিবির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও এতে সম্মতি দিয়েছেন। রিজওয়ানকে নেতৃত্ব থেকে সরানোর ইঙ্গিত মিলেছিল সপ্তাহখানেক আগেই, যখন বোর্ড এক বিবৃতিতে তার অধিনায়কত্ব নিশ্চিত করতে অস্বীকার করেছিল।

নতুন নেতৃত্বে এবার শাহীন শাহ আফ্রিদির হাত ধরেই ওয়ানডে দলকে নতুন করে সাজাতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।