
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘জাতীয় শ্রমিক শক্তি নামের নতুন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (২১ অক্টোবর) রূপায়ণ ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রধান আহ্বায়ক মাহজাবিন ইসলাম ফারিহা আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।
ঘোষণায় বলা হয়, গণঅভ্যুত্থানে শ্রমিক ও ছাত্রদের মধ্যে গড়ে ওঠা ঐক্যকে আরও সুদৃঢ় করতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি কাজ করবে। বক্তারা বলেন, ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান নিশ্চিতকরণ ও শোষণবিরোধী সংগ্রামকে এগিয়ে নিতে জাতীয় শ্রমিক শক্তি গঠন সময়ের দাবি।’
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর ২০২৫ ‘জাতীয় শ্রমিক দিবস’ উপলক্ষে রাজধানীতে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হবে।
ঘোষিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন— আহ্বায়ক: মাহজাবিন ইসলাম ফারিহা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আল আমিন খান (ঢাকা শাখা), যুগ্ম আহ্বায়কবৃন্দ: তৌহিদুল ইসলাম, ওয়ালী উল্লাহ, সজিব ওয়াহিদ, আহমেদ ইফতেখার।
এছাড়া ১৬ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে রয়েছেন— আব্দুর রহিম, রশিদ কমর, মোস্তাফা হাসান মাহমুদ, আমির হোসাইন আতিক, মো. মেইনুল হাসান, শাহআলম হোসেন রিয়াজ, আলাউদ্দিন কাদের, জাকির হোসাইন কবির, ফারুকুল ইসলাম, শিশির বর্মন, আবের হাওলাদার, মো. কিরণিয়া বেগম, সোহাগুল হক, মো. ইমরান হোসেন, মিজানুর রহমান আকন্দ ও আরিফা আকতার। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল আহমেদ।
সংগঠনটির ঘোষণাপত্রে আরও বলা হয়, ‘জাতীয় শ্রমিক শক্তি’ আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন খাতে শ্রমিক সংগঠনের নেটওয়ার্ক গড়ে তুলবে এবং কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করবে।