Image description

হংকংয়ে হামজা চৌধুরী দারুণ জনপ্রিয়। সেখানকার এয়ারপোর্ট থেকে সব জায়গায় তার ভক্তকূলদের দেখা মিলেছে। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। ম্যাচশেষে কিছুটা হতাশা প্রকাশ করেছেন হামজা। আবার হংকংয়ের দর্শক ও মাঠ দেখেও উচ্ছ্বসিত তিনি।

ম্যাচের পর হামজা চৌধুরী বলেছেন, ‘দারুণ, একেবারে উঁচুমানের অভিজ্ঞতা। ইংল্যান্ডে খেলেছি, কিন্তু এখানকার এই স্টেডিয়ামটিও সম্ভবত সেরাদের মধ্যে একটি। পরিবেশটা অসাধারণ, গোলপোস্টের পেছনে থাকা সমর্থকদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়, তারা কতটা দুর্দান্ত।’

ফুটবলে দর্শকই বড় প্রাণ। হামজা তাই দর্শকদের ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘এটাই তো ফুটবলে চাই, বিশেষ করে এশিয়ায়। এই খেলাটা আরও বড় হোক, বিশ্বমঞ্চে জায়গা পাক। এজন্য ধন্যবাদ জানাই হংকংয়ের সমর্থকদের, আর অবশ্যই ধন্যবাদ জানাই বাংলাদেশি সেই সমর্থকদেরও, যারা এখানে পর্যন্ত ভ্রমণ করে এসেছে।’

বাংলাদেশ পিছিয়ে থেকে ১-১ গোলে ড্র করেছে। হামজা তার পরেও ভীষণ হতাশ, ‘আমাদের সামনে আবারও কিছু তৈরি করার মতো ভিত্তি তৈরি হয়েছে, তবে দিন শেষে একটু হতাশা রয়েই গেল।’