Image description
♦ সাধারণ নারী থেকে রাজনীতিক, উপদেষ্টা, তারকা শিল্পী ও সমন্বয়করা ভুক্তভোগী ♦ ২৫ জনকে জড়িয়ে ২৩৭টি এবং ধর্ষণ সংক্রান্ত ৪৪টি অপতথ্য

নারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শুরু করে দেশের অখ্যাত বিভিন্ন অনলাইন মিডিয়াতে ছড়িয়ে পড়ছে ভয়ংকর অপতথ্যের জাল। আগে সাধারণ নারীরা অপতথ্যের ভুক্তভোগী ছিলেন। কিন্তু এখন আধুনিক প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি, জুলাই আন্দোলনের নারী সমন্বয়ক এবং নারী তারকাদের মিথ্যা ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও তৈরি করে তাদের বিব্রত করা হচ্ছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের বিশ্লেষণে জানা যায়, চলতি বছরের ৯ মাসে শনাক্ত হওয়া ভুয়া তথ্যের ২১ শতাংশ ক্ষেত্রে জড়ানো হয়েছে নারীদের। এ সময়ে ২৭৬ জন নারীকে জড়িয়ে ৫৬৭টি অপতথ্য শনাক্ত হয়। ২৫ জন নারী রাজনীতিবিদকে জড়িয়ে ছড়ানো হয় ২৩৭টি অপতথ্য। এর মধ্যে দুই নারী উপদেষ্টাকে জড়িয়েও ছড়িয়েছে অপতথ্য। বিনোদন জগতের ২৯ জন নারী তারকাকে জড়িয়ে ৬৮টি অপতথ্য শনাক্ত হয়েছে। আর সমন্বয়কের ভুয়া পরিচয় দিয়ে ক্রমাগত ভিন্ন নারীর ভুয়া ভিডিও-ছবি প্রচার করা হয়েছে। নারীকে জড়িয়ে ধর্ষণ সংক্রান্ত ৪৪টি ঘটনায় অপতথ্য শনাক্ত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, অনেক সময় নারীদের নামে ভুয়া কনটেন্ট তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যার উদ্দেশ্য কখনো চরিত্রহনন, কখনো তাকে হেয়প্রতিপন্ন করা, কখনো বা জনমনে বিভ্রান্তি তৈরি করা। এসব অপতথ্য শুধু ব্যক্তিগত ক্ষতিই করে না, নারীর সামাজিক অবস্থান, নিরাপত্তা ও অংশগ্রহণকেও প্রশ্নের মুখে ফেলে।

গত ৯ মাসে দেশের অন্তত সাতটি রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠনের ২৫ জন নারী নেতা-কর্মীকে জড়িয়ে ২৩৭টি অপতথ্য প্রচার করা হয়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট নারীদের জড়িয়ে সবচেয়ে বেশি ১৮৮টি অপতথ্যের প্রচার দেখা যায়। সবচেয়ে বেশি গুজব ছড়ানো হয়েছে দলটির সভাপতি শেখ হাসিনাকে জড়িয়ে। এসব অপতথ্যের প্রায় ৮৮ শতাংশ ক্ষেত্রেই শেখ হাসিনাকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের আরও তিন নারী সদস্যকে (মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক) জড়িয়ে আরও ২১টি অপতথ্যের প্রচার ছিল এই ৯ মাসে। এ ছাড়া দলটির নেত্রী দীপু মনি, মমতাজ বেগম, সেলিনা হায়াৎ আইভী এবং জান্নাত আরা হেনরীকে জড়িয়ে প্রচার হওয়া অপতথ্য শনাক্ত করা হয়েছে।

বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত আটজন নারী নেতা-কর্মীকে জড়িয়ে গত ৯ মাসে ২৩টি অপতথ্য শনাক্ত হয়েছে। দলটির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে জড়িয়ে প্রচার হয়েছে ৯টি অপতথ্য। এ ছাড়া বেগম খালেদা জিয়াকে নিয়ে ৮টি, ডা. জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি করে অপতথ্যসহ আরও বেশ কয়েকটি অপতথ্য ছড়ানো হয়।

নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল এনসিপির নারী নেত্রীদের জড়িয়ে নিয়মিত অপপ্রচার লক্ষ্য করা যাচ্ছে। এর ভুক্তভোগী দলটির নেতৃস্থানীয় পর্যায়ের একাধিক নারী সদস্য। এনসিপি ও এর অঙ্গসংগঠনের সাত নারী নেত্রীকে জড়িয়ে ৯ মাসে অন্তত ৩২টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে জড়িয়েই প্রচার হয়েছে ১৯টি অপতথ্য। অন্তর্বর্তী সরকারের দুজন নারী উপদেষ্টাকে জড়িয়ে গত ৯ মাসে ১০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে ৯টি আর ফরিদা আখতারকে জড়িয়ে একটি অপতথ্য প্রচারের প্রমাণ মিলেছে।

ডিজিটাল মাধ্যমে অপতথ্যের বড় শিকার বিনোদন জগতের নারীরা। অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নাম পরিচয় ও ছবি ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে আছে ভুয়া ভিডিও, এআই দিয়ে তৈরি কনটেন্ট ও মৃত্যুর গুজব। চলতি বছরের প্রথম ৯ মাসে বিনোদন জগতের ২৯ জন নারী তারকাকে জড়িয়ে অন্তত ৬৮টি অপতথ্য শনাক্ত করে রিউমর স্ক্যানার।

জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নারী নেত্রীদের মধ্যে অন্তত আটজনকে জড়িয়ে চলতি বছর ৩২টি অপতথ্য প্রচার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তানজিনা তাম্মিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আগের চেয়ে নারীদের রাজনীতিতে সম্পৃক্ততা বাড়লেও দুঃখজনকভাবে আন্দোলন পরবর্তী সময়ে এসে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। তারা নানাভাবে হেনস্তার শিকার। এ ছাড়া চলতি বছর নারীদের জড়িয়ে ছড়ানো ভুয়া তথ্যগুলোর মধ্যে ৪৪টি ঘটনায় ধর্ষণের বিষয় ছিল। এসব অপতথ্য বিশ্লেষণ করে দেখা যায় ৪৮ শতাংশ ক্ষেত্রেই ধর্ষণের কোনো আলামত ছিল না। তবু ধর্ষণের ঘটনা হিসেবে দাবিগুলো ছড়িয়ে দেওয়া হয়। রিউমর স্ক্যানারের সহ-প্রতিষ্ঠাতা ও ডেপুটি এডিটর মো. ছাকিউজ্জামান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নারীরাই বিভিন্ন ইস্যুতে ভাইরাল হচ্ছেন তাদের এআই প্রযুক্তির কারণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এআই প্রযুুক্তি প্রতিনিয়ত পরিবর্তন হওয়ার কারণে সাধারণ মানুষদের কাছে এআই দিয়ে তৈরি করা কনটেন্ট শনাক্ত করা কিছুটা কঠিন। প্রয়োজনে তারা ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট ও ফ্যাক্ট চেকারদের সহায়তা নিতে পারেন।