নিজেদের সিদ্ধান্তে দুই পক্ষই অনড়। তাই এশিয়া কাপ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ হলেও ট্রফি নিয়ে বিতর্ক থামেনি এখনো। সুষ্ঠু সমাধানের বিপরীতে বিতর্ক আরো বেড়েই চলেছে।
বিষয়টা এতটাই জটিল হচ্ছে যে ভারতকে এশিয়া কাপের ট্রফি না দেওয়ায় মহসিন নাকভী নাকি আইসিসির পরিচালক পদ হারাতে পারেন।
পিটিআইকে সূত্র বলেছে, ‘দীর্ঘমেয়াদে পিসিবি কিংবা নাকভীর কপালে কি ঘটবে সেটাই এখন দেখার বিষয়। বিসিসিআইয়ের কাছে এটা পরিস্কার যে, তার কোনো অধিকার নেই ভারতকে সে নিজে ট্রফি দিবে এবং বিসিসিআইয়ের কাছে তা পাঠাতে অস্বীকৃতি জানাবে।
যেকোনো টুর্নামেন্ট শেষে সাধারণত চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেন ইভেন্টের মূল আয়োজক প্রতিষ্ঠান। সেই হিসেবে এশিয়া কাপের ট্রফিও দেওয়ার কথা এসিসির সভাপতির। কিন্তু নাকভি পিসিবির সভাপতি এবং পাকিস্তানের সরকারের গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার পর তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।
বর্তমানে এসিসির প্রধান কার্যালয়ে তালাবদ্ধ রয়েছে ট্রফি। নাকভি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ট্রফি নিতে হলে ভারতকে দুবাইয়ের অফিসে স্বশরীরে আসতে হবে। অন্যথা, পাবে না।