
টানা দ্বিতীয় হারের কবলে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালো করেও শেষমেশ ১০০ রানে হেরেছে দল।
গোহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে আজ নারী বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণির মুখেও কিউই অধিনায়ক সোফি ডিভাইন দলকে টেনে নিয়েছেন বড় রানে। তার ৮৫ বলে ৬৩ রানের ইনিংসের ওপর ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ২২৭ রান তোলে ৯ উইকেটে।
ডিভাইন ছাড়াও দলের হয়ে বড় ইনিংস খেলেছেন ব্রুক হ্যালিডে। তিনি ১০৪ বলে করেছেন ৬৯ রান। শেষদিকে লিয়া তাহুহু তুলেছেন চার বলে ১২ রান। শেষ ১০ ওভারে তারা তুলেছে ৭৪ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি ৩০ রান খরচায় নিয়েছেন তিন উইকেট। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন পেয়েছেন একটি করে উইকেট। দিনটা ভালো কাটেনি তরুণ পেসার মারুফা আক্তারের। তিনি ৭ ওভারে ৫৮ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
তবে জবাব দিতে নেমে বাংলাদেশ কখনোই জয়ের আশা জাগাতে পারেনি। শীর্ষ ৫ ব্যাটার এক অঙ্কে ফিরে গেছেন সাজঘরে। ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে দুই অঙ্কেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল এক সময়। তবে শেষমেশ তা এড়ানো গেছে ফাহিমা খাতুনের ৮০ বলে ৩৪, নাহিদা আক্তারের ৩২ বলে ১৭ আর নিশিতা আক্তার নিশির ৩৯ বলে ২৫ রানের ইনিংসে। তবে হারের ব্যবধানটা আর দুই অঙ্কে আনা যায়নি। ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।