
বিসিবি নির্বাচন ঘিরে ছিল নানান সমালোচনা। নির্বাচন স্থগিত করার দাবি ছিল অনেক ক্রিকেট সংগঠকদের। নির্বাচনের পর তারা আবারও একতাবদ্ধ হয়েছেন। নির্বাচন বাতিলের দাবি তুলেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় এখন থেকে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
আজ রাজধানীর এক হোটেলে সাংবাদিক সম্মেলনে দেশজুড়ে সকল ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন সংগঠকরা। বর্জনের ঘোষণায় মোহামেডান ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান জানান, জেলা-বিভাগ এবং সকল ধরনের ক্লাব ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
ক্রিকেট বর্জনের এই ঘোষণার অনুষ্ঠানে মাসুদুজ্জামানের সঙ্গে উপস্থিত ছিলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, মেজর ইমরোজ আহমেদ (অব), সাব্বির আহমেদ রুবেলসহ ক্লাব পর্যায়ের অনেক কর্মকর্তা।
এই সংবাদ সম্মেলনে ক্রিকেট বর্জনের ঘোষণার পাশাপাশি নির্বাচনে ই-ব্যালটে ৩৫ ভোট পড়া নিয়েও হয়েছে আলোচনা। ক্লাব সংগঠকদের দাবি, মোট ৩৫ জন ভোটার ই-ব্যালট নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ভোট দেননি। তবুও কিভাবে ৩৫ ভোট পড়েছে সেই প্রশ্ন তোলেন সংগঠকরা।