
ইসরায়েলি নৌবাহিনী ফিলিস্তিনের গাজা অবরোধ ভাঙতে যাত্রা করা ‘ফ্রিডম ফ্লোটিলা’র একটি নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে আটক করেছে। বুধবার স্থানীয় সময় সকালে ‘কনশেন্স’ নামের নৌযান থেকে তাঁকে তুলে নেওয়া হয়। ঘটনাটির নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহিদুল আলমের নিরাপদ মুক্তি ও দ্রুত দেশে ফেরার জন্য সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আটকের কিছুক্ষণ আগে শহিদুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনারা এই ভিডিও দেখেন, বুঝবেন আমরা সমুদ্রে বাধা পেয়েছি এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী আটক করেছে।”
ভিডিও বার্তায় তিনি ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, “ইসরায়েল গাজার মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সরাসরি সহযোগিতা করছে। আমি সবার প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকুন।”
বিএনপি মহাসচিব ফেসবুক পোস্টে লেখেন, “ফ্রি শহিদুল আলম। আমি সরকারকে অনুরোধ করছি, তাঁর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিন।” তিনি আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে শহিদুল আলমের মুক্তি নিশ্চিতের দাবি জানান।