Image description

গত রোববারের বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় মনোনীত হয়েছেন আরও দুজন। এবার অবশ্য বোর্ডে নতুন পরিচালকের ছড়াছড়ি। ২৫ পরিচালকের মধ্যে ২০ জনই আগে কখনো এ দায়িত্ব পালন করেননি।

সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেই সভার বাকি অংশ গতকাল হয়েছে মিরপুরের বিসিবি কার্যালয়ে। সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন করা হয়েছে পরিচালকদের মধ্যে। যেখানে সভাপতি আমিনুল ইসলাম নিজের কাছে রেখেছেন তিনটি কমিটির প্রধানের দায়িত্ব। অন্যদিকে কোনো কমিটিতেই জায়গা হয়নি সাবেক সভাপতি ফারুক আহমেদের।

এক নজরে দেখে নেওয়া যাক, পরিচালকেরা কে কোন কমিটির দায়িত্বে-

বিপিএল গভর্নিং কাউন্সিল- আমিনুল ইসলাম (চেয়ারম্যান), ইফতেখার রহমান (সদস্য সচিব)

ওয়ার্কিং কমিটি আমিনুল ইসলাম

ক্রিকেট অপারেশনস কমিটি নাজমূল আবেদীন ফাহিম

অর্থ কমিটি- এম নাজমুল ইসলাম (চেয়ারম্যান), আমজাদ হোসেন (ভাইস চেয়ারম্যান)

ডিসিপ্লিনারি কমিটি ফায়াজুর রহমান

গেম ডেভেলপমেন্ট কমিটি ইসতিয়াক সাদেক

টুর্নামেন্ট কমিটি- আহসান ইকবাল চৌধুরী

বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি- আসিফ আকবর

গ্রাউন্ডস কমিটি আমিনুল ইসলাম (চেয়ারম্যান), আদনান রহমান দীপন (ভাইস চেয়ারম্যান)

ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি শানিয়ান তানিম

আম্পায়ার্স কমিটি ইফতেখার রহমান

মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল কমিটি শাখাওয়াত হোসেন

মেডিকেল কমিটি- মনজুর আলম

টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি- আবুল বাশার

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি- আমজাদ হোসেন

অডিট কমিটি হাসানুজ্জামান

নারী উইং আবদুর রাজ্জাক

লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটি ইয়াসির মোহাম্মদ ফয়সাল

সিসিডিএম কমিটি- আদনান রহমান দীপন (চেয়ারম্যান), ফায়জুর রহমান মিতু (সিনিয়র ভাইস চেয়ারম্যান)

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটিজুলফিকার আলী খান

হাই পারফরম্যান্স কমিটি- খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ টাইগার্স কমিটি- রাহাত শামস

ওয়েলফেয়ার কমিটি- মুখছেদুল কামাল