Image description

শারজাহতে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে ৯ উইকেটে ১৪৩ রানে আটকেছে বাংলাদেশ।

জবাবে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে বাংলাদেশ। ক্রিজে থাকা সাইফ হাসান ১৫ বলে ২৩ রানে খেলছেন। তার সঙ্গী জাকের আলী। এর আগে পারভেজ ইমন ১৬ বলে ১৪ রান করে আউট হয়েছেন। তানজিদ তামিম ৩৩ বলে ৩৩ রান করে ফিরেছেন। চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি। 

এর আগে আফগানিস্তান পাওয়ার প্লেতে ৩ উইকেট হারায়। ৯৮ রানে ৮ উইকেট পড়ে তাদের। সেখান থেকে দারভিশ রাসুলি ও মুজিব উর লড়াই করার পুঁজি এনে দেন। শুরুতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। পরেই নাসুম আহমেদের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন।

পরে আজমতুল্লাহ ওমরজাই (৩) ও মোহাম্মদ নবী (১) ব্যর্থ হয়ে ফেরেন। আশা দেওয়া সাদিকুল্লাহ আতাল ২৮ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে আফগানরা। টিকে ছিলেন চারে নামা দারভিশ রাসুলি। তিনি নবম ব্যাটার হিসেবে ২৯ বলে ৩২ রান করে সাজঘরে ফিরে যান। তার ব্যাট থেকে দুটি চার ও একটি ছক্কা আসে। 

মুজিব উর ১৮ বলে ২৩ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি চারটি চার মারেন। তার আগে রশিদ খান ১২ রান যোগ করেন। 

বাংলাদেশ দলের হয়ে স্পিনার নাসুম ও পেসার তানজিম সাকিব সমান ৪ ওভারে ২৪ করে রান দিয়ে ২ উইকেট নেন। সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। পেসার শরিফুল ও লেগ স্পিনার রিশাদ হোসেন কিছুটা খরুচে ছিলেন। তারা ৪ ওভারে যথাক্রমে ৩৩ ও ৩৯ রান দিয়ে ১টি করে উইকেট নিতে পারেন।