Image description

চ্যাম্পিয়ন লিগে পিএসজির কাছে হারের পর এবার লা লীগাতে হারের স্বাদ পেল বার্সেলোনা। সেভিয়ার মাঠ রামোস সানচেজ পিজুয়ানা স্টেডিয়ামে ৪-১ গোলে হেরেছে গত বারের লীগ চ্যাম্পিয়নরা। লিগ মৌসুমের প্রথম হারের স্বাদ পেল তারা। ইনজুরির কারণে বার্সেলোনার আক্রমণের দুই নেতা লামিন ইয়ামাল ও রাফিনিয়া ছিলেন না এই ম্যাচে। তাদের অভাবটা ভালো মতোই অনুভব করেছে কাতালানরা।

রবিবার ১৩ মিনিটে প্রথম গোল হজম করে। বার্সার সাবেক স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ পেনাল্টি থেকে গোল করে সেভিয়াকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে সেভিয়ার লিড ২-০ করে ফেলেন ইশাক রোমেরো। প্রথমার্ধের শেষ সময়ে গোল করে ব্যবধান কমান ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে কাতালান শিবিরে যোগ দেওয়া মার্কোস রাশফোর্ড।

বার্সা ওই গোল শোধ করতে দ্বিতীয়ার্ধের পুরো সময়জুড়ে মরিয়া হয়ে ওঠে। সুযোগও পেয়ে গিয়েছিল বার্সা। ৭৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল কাতালানরা। কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি পেনাল্টি থেকে গোল করতে পারেননি। সমতায় ফেরার সহজ সুযোগ হারায় তারা।

শেষ বাঁশির আগে সমতায় ফিরতে ‘অল অ্যাটাক’ অপশনে যায় হানসি ফ্লিকের দল। ওই সুযোগ নিয়ে যোগ করা সময়ে পরপর দুই গোল করে ভয়চেজ সেজনিকে চার গোল খাইয়ে দেয় সেভিয়া।

ম্যাচের ৯১ মিনিটে ২৩ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার জোশে এঞ্জেল কারমোনা সেভিয়ার পক্ষে তৃতীয় গোল করেন। ৯৬ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার আকোর অ্যাডামস সেভিয়ার পক্ষে চতুর্থ গোলটি করেন। এই হারে বার্সা ৮ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লা লিগায় দুইয়ে আছে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টপার রিয়াল।