Image description

শারজাহতে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে টস জিতে বোলিং নিয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম ৬ ওভারে আফগানদের তিন উইকেট তুলে নিয়েছে জাকের আলীর দল। 

আফগানিস্তান ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন দারভিশ রাসুলি ও সাদেকুল্লাহ আতাল। 

এর আগে ওপেনার ইব্রাহিম জাদরানকে (৭) ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। নাসুমের বলে শামীম হোসেনের হাতে দারুণ ক্যাচে হয়ে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ (১২)। চারে নামা ওয়াফিউল্লাহ তারাখিলকে (১১) বোল্ড করেন সাইফউদ্দিন।  

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে তাই পেসার মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় একাদশে নেওয়া হয়েছে তানজিম সাকিবকে। আফগানরা লেগ স্পিনার নুর ইসলামের জায়গায় খেলাচ্ছে বাশির আহমেদকে। 

 

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, ওয়াফিউল্লাহ তারাখিল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আব্দুল্লাহ আহমেদজাই, মুজিব উর, বাশির আহমেদ।